দৈনিক আশুলিয়া
📅 শুক্রবার, ৪ জুলাই ২০২৫
📍 কুমিল্লা প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বড়গোয়ালী গ্রামে সেকান্দর মাস্টার স্মৃতি পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি এবং “দূষণমুক্ত পরিবেশ রক্ষা” শীর্ষক এক বিশেষ আলোচনা সভা। শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টায় পাঠাগার চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেকান্দর মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ চিন্তক অধ্যাপক মতিন সৈকত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার আল মামুন,
বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস.এম. মিজানুর রহমান পাপ্পু,
সাংবাদিক হানিফ খান,
দুর্নীতি দমন কমিশনের সাবেক উপ-পরিচালক, কবি ও সাহিত্যিক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।
আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, যেমন—
সেকান্দর মাস্টার স্মৃতি পাঠাগারের জ্যৈষ্ঠ সহ-সভাপতি খন্দকার আমিরুল ইসলাম,
সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সেলিম,
প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান ও অর্থ সম্পাদক সোহেল আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক নূর উদ্দিন খান,
সাংগঠনিক সম্পাদক ইউসুফ নাসির,
শিক্ষা উন্নয়ন সম্পাদক কলিম উল্লাহ শিকদার,
সমাজ কল্যাণ সম্পাদক মাহবুব হোসেন প্রধান,
ক্রীড়া সম্পাদক বিল্লাল হোসেন সরকার,
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন সম্পাদক আবু ইউসুফ তালুকদার,
তথ্য, যোগাযোগ ও গবেষণা সম্পাদক তানিম কাজী,
প্রচার ও প্রকাশনা সম্পাদক সন্তোষ রায়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন সংগঠনের উদ্যমী সদস্য রায়হান উদ্দিন তালুকদার, মিরাজ তালুকদার, ও মিরান সরকার।
🌱 পরিবেশ রক্ষায় অঙ্গীকার
সভায় বক্তারা বলেন, “আজকের এই কর্মসূচি শুধু বৃক্ষরোপণ নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ভবিষ্যৎ নির্মাণের প্রতীক।” তারা আরও বলেন, “প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রতিটি নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা করা।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সুধীজন ও এলাকাবাসীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।
📝 প্রতিবেদন: দৈনিক আশুলিয়া, কুমিল্লা প্রতিনিধি
📸 ছবি ও সহযোগিতা: পাঠাগার তথ্যসেবা টিম
পরিবেশ রক্ষায় গাছ লাগান, সুন্দর আগামীর পথ তৈরি করুন। 🌳