নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে দীর্ঘ চার মাসের উন্নত চিকিৎসা শেষে সোমবার (৫ মে) ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে তিনি হিথ্রো বিমানবন্দর থেকে কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সফরসঙ্গীদের সঙ্গে যাত্রা শুরু করেন।
বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে ঢাকার পথে রওনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে শারীরিকভাবে কিছুটা দুর্বল হলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফ্লাইটে ভ্রমণের উপযুক্ত হয়েছেন।
এদিন সন্ধ্যা ৭টার দিকে খালেদা জিয়া তারেক রহমানের লন্ডনের বাসা থেকে রওনা দিয়ে সফরসঙ্গীদের সঙ্গে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন চিকিৎসক দল, পারিবারিক সদস্য এবং দলের শীর্ষ নেতৃবৃন্দ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সব আনুষ্ঠানিকতা শেষে সাবেক প্রধানমন্ত্রী মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হবে তাঁকে।
দলের পক্ষ থেকে নেতাকর্মীদের বিমানবন্দরে ভিড় না করার আহ্বান জানানো হয়েছে। তবে ঢাকায় পৌঁছার পর খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাতে আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হবে বলে জানিয়েছেন ডা. জাহিদ।