ঢাকাMonday , 11 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১, আহত কমপক্ষে ২৯।

বার্তা কক্ষ
August 11, 2025 10:39 am
Link Copied!

ChatGPT said:

দৈনিক আশুলিয়া
আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেশির প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে সংঘটিত এ ভূমিকম্পে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত ২৯ জন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বালিকেশিরের সিনদিরগি শহর। সেখানে ৮১ বছর বয়সী এক নারী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ভূমিকম্পে অন্তত ১৬টি ভবন ধসে পড়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হলেও অনেকেই দ্রুত চিকিৎসাসেবা পেয়েছেন। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ধ্বংসস্তূপে আরও মানুষ আটকে থাকতে পারেন, ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১১ কিলোমিটার। কম্পন অনুভূত হয়েছে ইস্তানবুলসহ আশপাশের বিভিন্ন শহরে। ভূমিকম্পের পরপরই উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেন।

ঘটনার পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা ও দ্রুত আরোগ্য কামনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া বার্তায় তিনি লিখেন, “আল্লাহ আমাদের দেশকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন।”

উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব শিগগিরই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।