ঢাকাSaturday , 20 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় ফুলছড়িতে দোয়া মাহফিল

দৈনিক আশুলিয়া
December 20, 2025 9:12 pm
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি | দৈনিক আশুলিয়া

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলের আগে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবুল খায়েরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে শহীদ শরিফ ওসমান হাদির ত্যাগ, সাহসিকতা ও সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, সত্য ও ন্যায়ের পথে আপসহীন থাকার কারণেই তিনি শাহাদাতবরণ করেছেন। তার এই আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

নেতৃবৃন্দ আরও বলেন, শহীদ হাদির আদর্শ, সাহস ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তার দেখানো পথে চলেই অন্যায়, অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

শেষে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।