ঢাকাTuesday , 13 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর সড়ক বিভাগে অনিয়ম ৯ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত উপ-সহকারী প্রকৌশলী, থানায় জিডি

Link Copied!

দৈনিক আশুলিয়া
তারিখ: ১২ জানুয়ারি ২০২৬ | পিরোজপুর

https://file-barisal.portal.gov.bd/files/www.pirojpur.gov.bd/page/86da46de_17a2_11e7_9461_286ed488c766/DSC02888.JPG
https://oldweb.lged.gov.bd/App_Themes/Default/_lib/common/lged_1.gif
https://upload.wikimedia.org/wikipedia/commons/5/53/Road_Subdivision-1%2C_RHD_%28Faridpur%29.jpg
4

পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত এক উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। একাধিকবার চিঠি দিয়ে ব্যাখ্যা তলব করা হলেও কোনো জবাব না পাওয়ায় এবং তাকে কাজে ফেরাতে ব্যর্থ হয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে কর্তৃপক্ষ।

পিরোজপুর সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবুল খায়ের সুমন গত বছরের ২৩ এপ্রিল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। দীর্ঘদিন ধরে দায়িত্বে অনুপস্থিত থাকায় দপ্তরের নিয়মিত কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করা সম্ভব হয়নি।

এ অবস্থায় গত বছরের ২০ মে পিরোজপুর সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি এম রাজিমুল আলীম রাজু পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

অভিযোগের বিষয়ে আবুল খায়ের সুমনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি বলে জানা গেছে।

এ প্রসঙ্গে পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, “আমরা কোনোভাবেই সুমনের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। অফিসিয়ালভাবে বিভিন্ন সময়ে তাকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু তার পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। বর্তমানে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন একজন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর অনুপস্থিতির কারণে সড়ক বিভাগের দাপ্তরিক কার্যক্রমে গুরুতর বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরে প্রশাসনিক শৃঙ্খলা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।


স্টাফ রিপোর্টার
দৈনিক আশুলিয়া