ঢাকাSaturday , 10 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সংসদ নির্বাচন: রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

দৈনিক আশুলিয়া
January 10, 2026 11:19 am
Link Copied!

দৈনিক আশুলিয়া ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করা আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি কার্যক্রম শুরু হয়।

Election Commission of Bangladesh সচিবালয়ের আইন শাখা–২-এর সিনিয়র সহকারী সচিব Md. Arifur Rahman বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন ভবনের বেজমেন্ট–২ অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে আপিল শুনানি অনুষ্ঠিত হবে।

আপিল শুনানির সময়সূচি

নির্বাচন কমিশন সূত্র জানায়, আপিল নম্বর অনুযায়ী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

  • ১০ জানুয়ারি: আপিল নম্বর ০১–৭০

  • ১১ জানুয়ারি: ৭১–১৪০

  • ১২ জানুয়ারি: ১৪১–২১০

  • ১৩ জানুয়ারি: ২১১–২৮০

  • ১৪ জানুয়ারি: ২৮১–৩৫০

  • ১৫ জানুয়ারি: ৩৫১–৪২০

  • ১৬ জানুয়ারি: ৪২১–৪৯০

  • ১৭ জানুয়ারি: ৪৯১–৫৬০

  • ১৮ জানুয়ারি: ৫৬১ থেকে অবশিষ্ট সব আপিল

রায়ের অনুলিপি বিতরণ পদ্ধতি

শুনানি শেষে আপিলের ফলাফল নির্বাচন ভবনের মনিটরে প্রদর্শন করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে।

ইসি সূত্র জানায়,

  • ১০ থেকে ১২ জানুয়ারির শুনানির রায় বিতরণ হবে ১২ জানুয়ারি,

  • ১৩ থেকে ১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি,

  • ১৬ থেকে ১৮ জানুয়ারির রায় ১৮ জানুয়ারি দেওয়া হবে।

৬৪৫টি আপিল জমা

এদিকে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে। এর মধ্যে শেষ দিন শুক্রবার (৯ জানুয়ারি) একদিনেই জমা পড়ে ১৭৬টি আপিল। গত ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এই আপিল আবেদন গ্রহণ করে নির্বাচন কমিশন।

নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, আপিল শুনানির মাধ্যমে বিতর্কিত প্রার্থিতার বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি হলে নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গতিশীল হবে।