ঢাকাMonday , 12 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট চাইলেন হাসনাত আব্দুল্লাহ ‘হ্যাঁ’ ভোটেই গণতন্ত্র ও মৌলিক অধিকার সুরক্ষিত হবে—এনসিপি নেতা

দৈনিক আশুলিয়া
January 12, 2026 11:26 am
Link Copied!

দৈনিক আশুলিয়া
তারিখ: ১১ জানুয়ারি ২০২৬ | কুমিল্লা

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ

রবিবার (১১ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছৈয়দপুর বাজারে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগ শেষে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে।” তিনি উপস্থিত জনগণের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান? চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান? দেশের ছেলেমেয়েরা যেন সঠিকভাবে লেখাপড়া করে ভালো চাকরি পায়—তা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন চান? তাহলে গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’-এর পক্ষে থাকবেন।

তিনি আরও বলেন, “আমার কোনো গুন্ডাপান্ডা নেই, আমার পক্ষ হয়ে ফোন দিয়ে ভয়ভীতি দেখানোরও কেউ নেই। আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করব। প্রয়োজনে পায়ে ধরে ভোট ভিক্ষা চাইব। চুরি ও দুর্নীতি করার চেয়ে, রাস্তার মাটি ও ইট খাওয়ার চেয়ে ভিক্ষা করে ভোট চাওয়া অনেক বেশি সম্মানের।”

নির্বাচনী অঙ্গীকারের বিষয়ে তিনি বলেন, জনগণ চাইলে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। “এই নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন, ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন এবং চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচন,”—বলেন তিনি।

উঠান বৈঠকে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


স্টাফ রিপোর্টার
দৈনিক আশুলিয়া