দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন হয়—এ কথা স্মরণ করিয়ে দিয়ে জনস্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন।
মঙ্গলবার কুমারখালী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, “সবাইকে কর্মক্ষেত্রে মানবিক হতে হবে। ব্যবহারে বিনয়ী ও নম্র থাকতে হবে। আমাদের বেতন হয় মানুষের ট্যাক্সের টাকায়—সুতরাং মানুষের জন্যই আমাদের কাজ করতে হবে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, মসজিদের ইমামদের গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরির অনুরোধ জানানো হয়েছে এবং তারা তা পালন করেছেন। তিনি আরও জানান, আসন্ন নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে থানা পুলিশকে তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আচরণবিধি প্রতিপালনে প্রশাসন সক্রিয় রয়েছে এবং ইতোমধ্যে কয়েকটি স্থানে জরিমানাও করা হয়েছে। “ধীরে ধীরে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা আরও কঠোর হতে যাচ্ছি,”—যোগ করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, থানার ওসি জামাল উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. শামীমা আক্তার, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা **নাজমুল**সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলা প্রশাসকের দিকনির্দেশনাকে স্বাগত জানিয়ে কর্মকর্তারা বলেন, সেবার মান উন্নয়ন ও জনস্বার্থে কাজের গতি বাড়াতে সমন্বিতভাবে উদ্যোগ নেওয়া হবে।
—
স্টাফ রিপোর্টার
দৈনিক আশুলিয়া




