নিজস্ব প্রতিবেদক | ঢাকা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রশাসক মো. শাহজাহান মিয়া। ঈদের দিন সকাল সাড়ে ৭টায় এ জামাত অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে ডিএসসিসি, ইসলামিক ফাউন্ডেশন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সব প্রস্তুতি চূড়ান্ত
প্রশাসক শাহজাহান মিয়া বলেন, “জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতকে ঘিরে পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। ইতোমধ্যে মাঠে পানিনিষ্কাশন, প্যান্ডেল স্থাপন, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পর্যাপ্ত পাখা ও আলো স্থাপনের কাজ শেষ হয়েছে।”
তিনি জানান, জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের সুবিধার্থে থাকবে পর্যাপ্ত সংখ্যক ওজু ও টয়লেট ব্যবস্থা, নারীদের জন্য আলাদা প্রবেশপথ ও নামাজের স্থান এবং আপৎকালীন চিকিৎসা সেবা প্রদানকারী মেডিকেল টিম।
বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহ ময়দানে জামাত আয়োজন সম্ভব না হলে বিকল্প হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, “আমরা আবহাওয়ার পূর্বাভাসের ওপর নজর রাখছি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা থাকলে মুসল্লিদের আগেই জানিয়ে দেওয়া হবে, যাতে তারা যথাযথভাবে প্রস্তুতি নিতে পারেন।”
নিরাপত্তায় তিন স্তরের ঘেরাও
জাতীয় ঈদগাহ ময়দান ঘিরে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট ময়দানে ও আশপাশের এলাকায় টহল দেবে। জামাতে প্রবেশের আগে মুসল্লিদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে। থাকবে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা ও কন্ট্রোল রুম।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রতিনিধিরা জানান, ঈদ জামাত নির্বিঘ্ন করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং নিরাপত্তার সব দিক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
জনসাধারণকে সময়মতো আগমনের অনুরোধ
প্রশাসক শাহজাহান মিয়া সব মুসল্লিকে অনুরোধ জানান, “যাতে তারা সময়মতো জামাতে উপস্থিত হন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অনুসরণ করে ঈদের আনন্দ উপভোগ করেন।”