প্রতিনিধি: মোহাম্মদ আল-আমিন, সাভার (আশুলিয়া)
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় ড্রেনের ব্যবস্থার চরম অব্যবস্থাপনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে এলাকার শ্রমজীবী জনগণ। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর খোলা ড্রেনে ময়লা-আবর্জনা জমে থাকলেও কর্তৃপক্ষের নজরে পড়ে না। ফলে একটু বৃষ্টিতেই ড্রেন উপচে পানি রাস্তায় উঠে যায়। তখন রাস্তায় চলাচল তো দূরের কথা, বাসা-বাড়ি থেকেও বের হওয়া দুঃসাধ্য হয়ে পড়ে।
প্রতিদিন এই ভোগান্তির শিকার হচ্ছেন স্কুলগামী শিশু, কর্মজীবী মানুষসহ এলাকার সব শ্রেণি-পেশার মানুষ। হাঁটুসমান পানি ও দুর্গন্ধযুক্ত আবর্জনার মধ্য দিয়ে চলতে হচ্ছে তাদের। এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির আশঙ্কাও তৈরি হয়েছে।
এলাকাবাসীর মতে, সঠিক পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের অভাব, পাশাপাশি স্থানীয় প্রশাসনের উদাসীনতা এই সমস্যার মূল কারণ। তাদের ভাষায়, “এই এলাকা এখন যেন একটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।”
তারা দ্রুত ড্রেনের ব্যবস্থা সংস্কার ও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।