ঢাকাFriday , 13 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হজ পালন শেষে দেশে ফিরেছেন ১২ হাজার ৮৭৭ জন হাজি

বার্তা কক্ষ
June 13, 2025 11:14 am
Link Copied!

দৈনিক আশুলিয়া
শুক্রবার, ১৩ জুন ২০২৫ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি ব্যবস্থাপনায় ১,২৫৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ১১,৬২২ জন

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছেন ১২ হাজার ৮৭৭ জন হাজি। বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হজ অফিস সূত্র।

চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে দেশে ফিরেছেন সরকারি ব্যবস্থাপনায় ১,২৫৫ জন হাজি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ১১,৬২২ জন। ইতোমধ্যে হজযাত্রীদের ফিরতি ফ্লাইটগুলোর নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বিভিন্ন এয়ারলাইন্স ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে।

হজ অফিস জানায়, হজ শেষে হাজিদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। বিমানবন্দরে আগত হাজিদের জন্য ছিল বিশেষ ইমিগ্রেশন ব্যবস্থা, মেডিকেল সহায়তা ও যাতায়াতের সুব্যবস্থা। ধর্ম মন্ত্রণালয়, হজ অফিস এবং সংশ্লিষ্ট সব সংস্থার যৌথ সমন্বয়ে নির্বিঘ্নে ফিরতি কার্যক্রম চলছে।

চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৮৩ হাজারের বেশি হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর থেকে শুরু হয়েছে তাদের দেশে ফেরার প্রক্রিয়া, যা আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত চলবে।

হজ থেকে ফিরে আসা হাজিদের অনেকেই দৈনিক আশুলিয়াকে জানিয়েছেন, এবারের হজ ব্যবস্থাপনা ছিল তুলনামূলকভাবে উন্নত ও সুশৃঙ্খল। তারা হজ পালন শেষে নিরাপদে দেশে ফিরতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) বলেন, “আমরা হাজিদের প্রত্যাবর্তন প্রক্রিয়া নিয়মিত তদারকি করছি। হাজিদের যেন কোনো দুর্ভোগ না হয়, সে জন্য বিমানবন্দর এবং সংশ্লিষ্ট সব জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নিশ্চিত করা হয়েছে।”


প্রতিবেদন
শামীম আহমেদ
বিশেষ প্রতিনিধি, ধর্ম ও সমাজ
religion@dainikashulia.com