📰 দৈনিক আশুলিয়া
তারিখ: মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
প্রচ্ছদ সংবাদ
পর্যবেক্ষক বাছাইয়ে কড়া অবস্থানে ইসি, ইইউকে আমন্ত্রণ জানানো হয়েছে
📍 নিজস্ব প্রতিবেদক
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবার বিদেশি পর্যবেক্ষকদের বাছাইয়ে কড়াকড়ি আরোপ করছে নির্বাচন কমিশন (ইসি)। গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে ‘সুন্দর ও গ্রহণযোগ্য’ বলে সার্টিফিকেট দেওয়া বিদেশি পর্যবেক্ষকদের আর অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৮ জুলাই) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, “গত তিনটা নির্বাচনে যারা সার্টিফিকেট দিয়েছে যে ‘খুব সুন্দর, ক্রেডিবল নির্বাচন’ হয়েছে—তাদের নেব কেন? আমরা এমন পর্যবেক্ষক চাই, যাদের অভিজ্ঞতা ও নিরপেক্ষতা আছে। যাদের ক্রেডিবিলিটি আছে, আমরা শুধু তাদেরই আমন্ত্রণ জানাব।”
তিনি আরও জানান, আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষণে আসার আগ্রহ প্রকাশ করেছে। এ প্রসঙ্গে সিইসি বলেন, “আমরা ইউরোপীয় ইউনিয়নকে অলরেডি আমন্ত্রণ জানিয়েছি। তারা বলেছে, আসতে চায়। আমরা তাদের স্বাগত জানাব।”
ইসি সূত্রে জানা গেছে, আগামী সংসদ নির্বাচনে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ভোটারদের আস্থা এবং ভোটগ্রহণের পরিবেশ বিবেচনায় নিরপেক্ষ ও অভিজ্ঞ বিদেশি পর্যবেক্ষকদের গুরুত্ব দেওয়া হবে। এরই অংশ হিসেবে অতীতের ‘একচোখা’ অথবা অন্ধ সমর্থন দেওয়া প্রতিষ্ঠানগুলোর আবেদন বিবেচনায় আনা হবে না।
🖋️ আরও পড়ুন:
🔹 নির্বাচনের প্রস্তুতি নিয়ে কমিশনের বিশেষ সভা আগামী সপ্তাহে
🔹 পর্যবেক্ষক ছাড়পত্র নীতিমালা হচ্ছে নতুনভাবে
🔹 ইইউ ছাড়াও আমন্ত্রণ পাবে কোন কোন দেশ?
দৈনিক আশুলিয়া | সত্য প্রকাশে সাহসী
www.dainikashulia.com