ঢাকাSunday , 27 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা: দুই শতাধিক হাফেজের অংশগ্রহণ, ২০ জন পেলেন পদক

বার্তা কক্ষ
July 27, 2025 12:26 pm
Link Copied!

📰 দৈনিক আশুলিয়া
🗓️ রবিবার, ২৭ জুলাই ২০২৫
🖊️ রিপোর্টার: মোঃ আল আমিন কাজী

মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর মোল্লারহাট নুরানী হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতায় মাদারীপুর, ফরিদপুর ও শরীয়তপুর জেলার দুই শতাধিক হাফেজি শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শনিবার (২৬ জুলাই) আয়োজিত এই প্রতিযোগিতাটি কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষভাবে আয়োজন করা হয়। প্রতিযোগীদের দুইটি গ্রুপে ভাগ করে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ প্রায় ২০০ জন হাফেজ কুরআনের নির্ধারিত অংশ পাঠ করে বিচারকদের মুগ্ধ করেন।

প্রতিযোগিতা শেষে দুই গ্রুপ থেকে ২০ জনকে স্বর্ণ ও রৌপ্য পদক প্রদান করা হয়। অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নেয়ামুল আকন। প্রধান অতিথি ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ উল-আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. জামান মিয়া এবং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. আজিজ মোল্লা।

আয়োজক মাওলানা আব্দুল আলিম বলেন, “এই প্রতিযোগিতার মাধ্যমে হিফজুল কুরআনের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা ও আগ্রহ বাড়ছে। আগামীতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”


🖋️ রিপোর্টার: মোঃ আল আমিন কাজী
📍 দৈনিক আশুলিয়া, মাদারীপুর ব্যুরো