📰 দৈনিক আশুলিয়া
সোমবার, ২৮ জুলাই ২০২৫ | মেহেরপুর | www.dainikashulia.com
আদালতে খুনের স্বীকারোক্তি, তিন বছরে জেলার প্রথম ফাঁসির রায়
নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর
মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে আলোচিত জামাল হোসেন হত্যা মামলায় বাচ্চু মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ এ এস এম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর সদর উপজেলার থানাপাড়া এলাকার হাশেম মিয়ার লিচু বাগানে গামছা পেঁচিয়ে জামাল হোসেনকে হত্যা করেন আসামি বাচ্চু মিয়া। নিহত জামাল হোসেন ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।
ঘটনার দুই দিন পর নিহতের ভাই আলমগীর হোসেন বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন এসআই মেজবাহ উদ্দিন আহম্মেদ বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে তার কাছ থেকে একটি ব্যাটারি চালিত অটোভ্যান ও নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করেন।
জিজ্ঞাসাবাদের পর আদালতে ১৬৪ ধারায় খুনের কথা স্বীকার করে জবানবন্দি দেন বাচ্চু মিয়া। মামলার দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে রাষ্ট্রপক্ষ আদালতে মোট ২৩ জন সাক্ষীর জবানবন্দি উপস্থাপন করে।
শুনানি শেষে আদালত বাচ্চু মিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেন, পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ এস এম সাইদুর রাজ্জাক বলেন, “এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বিগত তিন বছরে এই আদালত থেকে এটিই প্রথম মৃত্যুদণ্ডের রায়।”
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী এহসান উদ্দিন মনা জানিয়েছেন, “আমরা উচ্চ আদালতে আপিল করবো। এই রায়ের বিরুদ্ধে আমাদের আইনগত পদক্ষেপ থাকবে।”
রায়ের পর জামাল হোসেনের পরিবার আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা বহুদিন ধরে এই রায়ের অপেক্ষায় ছিলাম। অবশেষে আমরা ন্যায়বিচার পেয়েছি।”