ঢাকাWednesday , 30 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি: রিয়াদের বাসায় ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার

বার্তা কক্ষ
July 30, 2025 11:49 am
Link Copied!

নাখালপাড়ার ফ্ল্যাটে এফডিআর, মোটা অঙ্কের লেনদেনের তথ্য পুলিশের হাতে

🔶 নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর গুলশানে আওয়ামীপন্থি এক ব্যবসায়ীর কাছ থেকে ‘চাঁদাবাজির’ অভিযোগে গ্রেফতার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথিত সমন্বয়ক আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসায় অভিযান চালিয়ে ২ কোটি ২৫ লাখ টাকার একটি চেক উদ্ধার করেছে পুলিশ। চেকটি আগামী ২ আগস্ট নগদায়নের জন্য নির্ধারিত ছিল।

রিমান্ডে থাকা রিয়াদের দেওয়া তথ্যানুযায়ী রাজধানীর নাখালপাড়ায় তার বাসায় এই অভিযান চালানো হয়। অভিযানকালে তার ঘর থেকে অন্তত ১০টি এফডিআর (ফিক্সড ডিপোজিট রসিদ) কাগজও উদ্ধার করা হয়েছে, যার প্রতিটি সর্বনিম্ন ২ লাখ টাকার।

💰 ৫ কোটি টাকার চুক্তি, লেনদেনের চেক ঘরে

পুলিশ সূত্র জানায়, গুলশানে একজন প্রভাবশালী ব্যবসায়ীর জমি উদ্ধারের জন্য রিয়াদের সঙ্গে মোট ৫ কোটি টাকার চুক্তি হয়। সেই চুক্তির আওতায় ২ কোটি ২৫ লাখ টাকার চেক তাকে প্রদান করা হয়েছিল, যেটি সে নিজ ঘরে রেখে দেন। তদন্তকারীরা চেক ও অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করে সন্দেহ করছেন, বিষয়টি সুপরিকল্পিত আর্থিক প্রতারণার অংশ।

🏦 ব্যাংকে ৬০-৭০ লাখ টাকার লেনদেনের প্রমাণ

পুলিশ আরও জানিয়েছে, রিয়াদের একাধিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গত কয়েক মাসে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। তার আয়বহির্ভূত এই বিপুল অর্থের উৎস অনুসন্ধানে এখন নেমেছে তদন্তকারী দল।

👮 পুলিশ বলছে—তদন্ত চলছে

এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দৈনিক আশুলিয়াকে বলেন,

“রিয়াদ রিমান্ডে আছে। তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান ও জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যগুলো যাচাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

📌 চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে তোলপাড়

উল্লেখ্য, ‘সমন্বয়ক’ পরিচয় ব্যবহার করে গুলশানের একটি বাড়িতে চাঁদা দাবি করতে গিয়ে গ্রেফতার হন আবদুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। তার বিরুদ্ধে গুলশান থানায় দায়ের হওয়া মামলায় বলা হয়েছে, রাজনৈতিক যোগাযোগ ও ‘জনপ্রিয় ছাত্রনেতা’ সেজে সে বিভিন্ন ব্যবসায়ী ও প্রভাবশালীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের চেষ্টা করতেন।

📉 সুশীল সমাজের উদ্বেগ

ছাত্র আন্দোলনের ব্যানারে আর্থিক লেনদেন ও প্রতারণা—এ ধরনের ঘটনা ছাত্র রাজনীতির ভাবমূর্তিকেই প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সুশীল সমাজের সদস্যরা বলছেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধী চক্র গড়ে তোলার চেষ্টা রুখে দিতে হবে।


📍 দৈনিক আশুলিয়া | অনুসন্ধানী ডেস্ক
✍️ www.dainikashulia.com