📰 দৈনিক আশুলিয়া
📅 বুধবার, ৬ আগস্ট ২০২৫
🔍 জাতীয় | রাজনীতি | জেলা সংবাদ
আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উদযাপন জেলা বিএনপির
🔻 জামালপুর প্রতিনিধি, দৈনিক আশুলিয়া
আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে বিজয় সমাবেশ ও আনন্দ র্যালির আয়োজন করেছে জেলা বিএনপি। বুধবার বিকেলে শহরের ফৌজদারি এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন।
🎤 সমাবেশে আরও বক্তব্য রাখেন—
-
বিএনপির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল
-
সাবেক সংসদ সদস্য এম. সুলতান মাহমুদ বাবু
-
বিএনপি নেতা লিয়াকত আলী, শফিকুল ইসলাম খান সজিব ও শাহ্ মাসুদ প্রমুখ।
🔊 বক্তারা বলেন—
“আওয়ামী শাসনামলে গণতন্ত্র নিপীড়িত হয়েছে, মানবাধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের জেগে ওঠা এবং ছাত্র-জনতার আন্দোলনের ফলেই একনায়কতন্ত্রের অবসান হয়েছে। এ বিজয় সবার।”
🪧 র্যালি প্রদক্ষিণ করে শহরের প্রাণকেন্দ্র
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি ফৌজদারি এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। র্যালিকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
📸 র্যালিতে নানা রকম ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে শহর। আইনশৃঙ্খলা রক্ষায় ছিল অতিরিক্ত পুলিশ মোতায়েন।
🗣️ বিএনপির দাবি— জনগণের বিজয় শুধু স্মরণ নয়, তা ধরে রাখার লড়াই চলবে।
📍 আরও খবর পড়ুন দৈনিক আশুলিয়ায় – জনগণের কণ্ঠস্বর, সঠিক সাংবাদিকতা
🌐 www.dainikashulia.com