📰 দৈনিক আশুলিয়া
📅 বুধবার, ৬ আগস্ট ২০২৫
🔍 জাতীয় | অপরাধ | নিরাপত্তা
আটকের সময় উদ্ধার ২.৩০ লাখ টাকা ও ইয়াবা | এলাকাবাসীর স্বস্তি প্রকাশ
🔻 নিজস্ব প্রতিবেদক, দৈনিক আশুলিয়া
দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে গত ৪ আগস্ট বিকেলে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল রাজধানীর খিলক্ষেত থানার মধ্যপাড়া এলাকা থেকে শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী মাসুদ রানাকে (৩৫) আটক করেছে।
📌 অভিযান ও আটকের পেছনের ঘটনা
এর আগের দিন, ৩ আগস্ট রাতে মাসুদ রানা তিন যুবককে তার ব্যক্তিগত টর্চার সেলে আটক রেখে শারীরিক নির্যাতনের মাধ্যমে চাঁদা আদায় করেন। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর টহল দল অভিযান চালিয়ে মাসুদ রানাকে হাতেনাতে গ্রেফতার করে।
অভিযানে তার কাছ থেকে ২,৩০,০০০ টাকা চাঁদার অর্থ এবং নেশাদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।
🗣️ থানার বক্তব্য
খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন দৈনিক আশুলিয়াকে জানান—
“সেনাবাহিনীর অভিযানে মাসুদ রানাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
📍 আবারও পুরনো অপকর্মে জড়িত
জানা গেছে, মাসুদ রানা খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি। এর আগে সেপ্টেম্বর ২০২৪ সালে উত্তরা আর্মি ক্যাম্পের অভিযানে একই অপরাধে গ্রেফতার হন। জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধচক্র সক্রিয় করেন।
📣 এলাকাবাসী জানিয়েছেন, মাসুদ রানার অপকর্মে তারা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। তার গ্রেফতারে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এবং সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
🔒 সেনাবাহিনীর কড়া বার্তা
বাংলাদেশ সেনাবাহিনী সূত্রে জানা গেছে,
“আইন-শৃঙ্খলা বিরোধী ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই আইন-বহির্ভূত কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”
📷 (ছবি: অভিযানের পর সেনা সদস্যদের পাহারায় আটক আসামি)
📌 দৈনিক আশুলিয়া – সত্য, সাহস ও জনগণের পক্ষে
🌐 আরও পড়ুন: www.dainikashulia.com