বাংলা সাহিত্যের অমর পল্লী কবি জসীমউদ্দীনের স্মৃতিকে সম্মান জানিয়ে রাজধানীর বারিধারা পার্কে উদ্বোধন করা হয়েছে ‘পল্লী কবি জসীমউদ্দীন পাঠাগার’। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে এবং বারিধারা সোসাইটির সহযোগিতায় নবনির্মিত এ পাঠাগারের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রথিতযশা চিন্তাবিদ ও লেখক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি ড. জহিরুল ইসলাম কচি। এ সময় ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বারিধারা সোসাইটির নির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পল্লী কবির পুত্র খুরশীদ আনোয়ার জসীম উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “জসীমউদ্দীনের রচনাগুলো একজন মানুষকে দেশপ্রেমিক ও মানবিক হতে শেখায়। এই পাঠাগার যুবসমাজকে মাদকমুক্ত রাখবে এবং সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন পার্ক ও উন্মুক্ত স্থানে ৫০টি বুক ক্যাফে স্থাপন করা হবে, যা স্থানীয় কমিউনিটির সক্রিয় অংশগ্রহণে পরিচালিত হবে। এসব পাঠাগার ও পাবলিক স্পেস সাংস্কৃতিক চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা জানিয়েছেন, ‘পল্লী কবি জসীমউদ্দীন পাঠাগার’ স্থানীয় বাসিন্দাদের জন্য সাহিত্যচর্চা, পাঠাভ্যাস ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে বারিধারা সোসাইটির সকল বয়সী সদস্যদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধি ও সাংস্কৃতিক সম্পৃক্ততা আরও গভীর হবে।