ঢাকাMonday , 11 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে চেতনানাশক খাইয়ে অটোরিকশা চুরি, চার চোর গ্রেফতার

বার্তা কক্ষ
August 11, 2025 10:04 am
Link Copied!

দৈনিক আশুলিয়া
স্টাফ রিপোর্টার

রাজধানীতে চেতনানাশক মিষ্টি খাইয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চুরির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মিরপুর মডেল থানার একটি বিশেষ টিম আদাবর ও মোহাম্মদপুর এলাকার বিভিন্ন অটোরিকশা গ্যারেজে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— জহিরুল (২২), আলমগীর (৩২), মেহেদী (২১) ও ইয়ামিন (১৯)। তাদের কাছ থেকে চুরি যাওয়া ব্যাটারি চালিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ভুক্তভোগী চালক মো. সজিবুল ইসলাম রাসেল (২২) গত ৩ আগস্ট মিরপুর-১০ গোলচত্বর থেকে দুই অজ্ঞাত ব্যক্তিকে ভাড়া নিয়ে শেরেবাংলা নগরের জাতীয় পঙ্গু হাসপাতাল এবং পরে মোহাম্মদপুরে নিয়ে যান। পথে শ্যামলীতে আরও দুইজন রিকশায় উঠে কৌশলে তাকে চেতনানাশক মেশানো রসমালাই খাওয়ায়।

কিছুক্ষণ পর রাসেল অচেতন হয়ে পড়লে চোরেরা তাকে রাস্তায় ফেলে রেখে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

ডিসি তালেবুর রহমান আরও জানান, রাসেলের জ্ঞান ফেরে ৬ আগস্ট রাতে। পরে তার অভিযোগের ভিত্তিতে মিরপুর মডেল থানায় মামলা করা হয়। মামলার পরই পুলিশের একটি দল আদাবর থানার সহায়তায় মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করে এবং চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করে।

গ্রেফতার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায়।