ঢাকাMonday , 11 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে র‌্যাবের পৃথক অভিযান: দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত আটক, ১০১ কেজি গাঁজা জব্দ

বার্তা কক্ষ
August 11, 2025 8:39 pm
Link Copied!

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক এবং ১০১ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে র‌্যাব-১১। রবিবার (১০ আগস্ট) গভীর রাতে এসব অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সোনারগাঁ উপজেলার পাঁচকানিরকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধে পরিচালিত অভিযানে মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু, সাইফুল ইসলাম ওরফে সাকিব, মানিক, সাদ্দাম হোসেন, সহিদ ও মনির হোসেনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি, সুইচ গিয়ার ও দা উদ্ধার করা হয়।

সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‌্যাব-১১ এর কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, আটকরা দীর্ঘদিন ধরে মেঘনা ব্রিজ টোলপ্লাজার দিকে কৃত্রিম যানজট সৃষ্টি করে যাত্রীবাহী ও মালবাহী গাড়িতে হামলা চালাত। তারা যাত্রী ও চালকদের অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল, স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করত।

অপরদিকে, একই রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের বটতলা এলাকায় অভিযান চালিয়ে ১০১ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়। তবে গাঁজা বহনকারী দুইজন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদের আটকের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আটক ডাকাতদের এবং জব্দকৃত অস্ত্র ও গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।