ঢাকাTuesday , 12 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসা শেষে বাসায় ফিরছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বার্তা কক্ষ
August 12, 2025 9:54 am
Link Copied!

ChatGPT said:

দৈনিক আশুলিয়া
নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সফল অস্ত্রোপচারের পর দশদিনের চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তিনি নিজ বাসায় ফিরবেন।

সোমবার দিবাগত রাতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলহামদুলিল্লাহ, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সফল অপারেশনের পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি দেশবাসীর দোয়া ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ উপলক্ষে আজ মঙ্গলবারই দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ একটি প্রেস ব্রিফিং করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে, নেতাকর্মীদের মধ্যে ডা. শফিকুর রহমানের সুস্থতা নিয়ে স্বস্তি ফিরে এসেছে এবং তাঁর দ্রুত সম্পূর্ণ সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া অব্যাহত রয়েছে।