📰 দৈনিক আশুলিয়া
স্টাফ রিপোর্টার, রাজশাহী:
যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি অধ্যাপক প্রভাস কর্মকারকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। সোমবার (১৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি তোলা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, এ ধরনের নৈতিক স্খলনে জড়িত ব্যক্তি কোনোভাবেই শিক্ষকতার মতো মহৎ পেশায় থাকতে পারেন না। তারা বলেন, “এমন কুলাঙ্গাররা শিক্ষকতার মহান পেশাকে প্রতিনিয়ত কলুষিত করছে। অবিলম্বে তার শাস্তি নিশ্চিত করতে হবে।”
সংহতি জানিয়ে বিভাগের অধ্যাপক পাপিয়া সুলতানা বলেন, “শিক্ষক হিসেবে প্রভাস কর্মকারের এমন নির্লজ্জ কাজে আমি লজ্জিত। তিনি যৌন হয়রানি ও একাডেমিক ক্রাইম—দুটি অপরাধই করেছেন। বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে এ দুটি অপরাধের শাস্তি হলো চাকরিচ্যুতি। আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”
বিভাগের সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, “যৌন নিপীড়করা যেন আর কোনোভাবে রক্ষা না পায় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। এ ধরনের কুকর্মকারীদের দ্রুততম সময়ে বিচারের আওতায় আনতে হবে।”
এদিকে অভিযোগের বিষয়ে অধ্যাপক প্রভাস কর্মকার সংবাদমাধ্যমকে বলেন, “এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি নিজেই চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত এ অভিযোগ নিষ্পত্তি হোক।”
তদন্ত প্রসঙ্গে পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক রেজাউল করিম জানান, ঘটনাটির তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে। প্রশাসন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট পরিসংখ্যান বিভাগের একটি কক্ষে শিক্ষার্থীর সঙ্গে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থীর মা ১৩ আগস্ট বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগের ভিত্তিতে বিভাগীয় শিক্ষকদের সমন্বয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তদন্ত কার্যক্রম শুরু করে।