ঢাকাTuesday , 10 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন, আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের প্রত্যাবর্তন

বার্তা কক্ষ
June 10, 2025 8:52 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
ঢাকা | মঙ্গলবার, ১০ জুন ২০২৫

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হয়েছে। হজ পালন শেষে এখন শুরু হয়েছে সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার প্রক্রিয়া। আজ মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট। এই কার্যক্রম চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। সরকার ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রা সম্পন্ন করেন এসব ধর্মপ্রাণ মুসলমান। দীর্ঘ প্রস্তুতি ও প্রতীক্ষার পর পবিত্র হজ পালন করে তাঁরা দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ থেকে প্রতিদিন একাধিক ফ্লাইটে হাজিদের দেশে ফেরত আনা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও সৌদি এয়ারলাইন্স ও অন্যান্য চার্টার্ড ফ্লাইট এই কার্যক্রমে অংশ নিচ্ছে। ঢাকার হজ অফিস ও হজ পরিচালনা কমিটির তত্ত্বাবধানে হাজিদের আগমন সুষ্ঠুভাবে পরিচালিত হবে।

এদিকে সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের মধ্যে ১৯ জন মৃত্যুবরণ করেছেন বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ তথ্য সার্ভিস নিশ্চিত করেছে। তাঁদের মধ্যে কেউ কেউ বার্ধক্যজনিত কারণে, কেউ আবার অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণকারী হাজিদের জানাজা ও দাফন সৌদি আরবেই সম্পন্ন হয়েছে।

হজ শেষে হাজিদের দেশে ফেরার এই পর্যায়ে সরকার বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে ফিরতি যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে কাজ করছে। বিমানবন্দর ও হজ ক্যাম্পে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, তথ্য সহায়তা ও জরুরি ব্যবস্থাপনার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ২০ লাখ মুসল্লি এ বছর হজে অংশগ্রহণ করেন। বাংলাদেশি হাজিরাও তাঁদের মধ্যে অন্যতম। দীর্ঘ এই ধর্মীয় সফর শেষে পরিবার-পরিজনের কাছে ফিরে আসছেন তাঁরা।