গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় হিরা খাতুন (৩৩) নামে এক এনজিওকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হিরা খাতুন নাটোরের সিংড়া উপজেলার বনগ্রামের হাবিবুর রহমানের মেয়ে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার কঞ্চিপাড়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
স্থানীয়রা জানান, হিরা খাতুন দীর্ঘদিন ধরে ওই এলাকায় কর্মরত ছিলেন এবং একা একটি বাসায় ভাড়া থাকতেন। কী কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।