ঢাকাWednesday , 2 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পরকীয়ার বলি সানাউল্যাহ বাদশা, প্রেমিকা ও তার স্বামীর হাতে নির্মম খুন

Link Copied!

📌 দৈনিক আশুলিয়া
🗓️ প্রকাশিত: বুধবার, ২ জুলাই ২০২৫
📂 জাতীয় / অপরাধ / নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাতের অন্ধকারে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

👉 নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পরকীয়ার জেরে সানাউল্যাহ বাদশা (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার প্রেমিকা ও প্রেমিকার স্বামী। মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সানাউল্যাহ বাদশা ওই এলাকার মোকাররম হোসেনের ছেলে। তিনি এলাকায় ডিস ও ইন্টারনেট ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসার সাথেও জড়িত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।


📌 সম্পর্কের জেরেই মৃত্যু:

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সানাউল্যাহ বাদশার সঙ্গে জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মুকুল মিয়ার স্ত্রী শামীমার দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। এনিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও সম্পর্কের ইতি টানা যায়নি।

মঙ্গলবার রাতে বাদশা শামীমার সঙ্গে দেখা করতে মুকুলের বাড়িতে যান। সেখানে উপস্থিত হয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মুকুল ও শামীমা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।


🏥 হাসপাতালে নেওয়ার পর মৃত্যু:

স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সানাউল্যাহ বাদশাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।


👮 পুলিশের বক্তব্য:

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন,

“ঘটনার পরপরই রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, হত্যাকাণ্ডটি পরিকল্পিত নাকি তাৎক্ষণিক উত্তেজনার ফল—তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।


🧠 পটভূমি:

স্থানীয়দের মতে, প্রেমিকা শামীমা এবং নিহত সানাউল্যাহর সম্পর্ক দীর্ঘদিন ধরে এলাকার আলোচিত বিষয় ছিল। তাদের নিয়ে এলাকায় একাধিকবার গোপন বৈঠক ও সালিশি সমাধানের চেষ্টা হলেও ব্যর্থ হয়। অনেকেই বলছেন, বিষয়টি আগে থেকেই উত্তপ্ত ছিল এবং হত্যা পূর্বপরিকল্পিত হতে পারে।


🔍 SEO ট্যাগস:

নারায়ণগঞ্জ হত্যা, সানাউল্যাহ বাদশা, রূপগঞ্জ পরকীয়া, জাঙ্গীর এলাকা, পরকীয়ার জেরে খুন, মুকুল মিয়া, স্ত্রীর সঙ্গে পরকীয়া, ডিস ব্যবসায়ী খুন, নারায়ণগঞ্জ পুলিশ, রূপগঞ্জ থানা, দৈনিক আশুলিয়া, বাংলাদেশ খুনের খবর, পরকীয়া প্রেমিক হত্যা, নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ


📸 ব্যবহারযোগ্য ছবি:

  • ঘটনাস্থলের ছবি

  • নিহত সানাউল্যাহর ফাইল ছবি (যদি পাওয়া যায়)

  • হাসপাতাল বা থানা চত্বরের ছবি

  • পুলিশি তদন্ত বা এলাকাবাসীর জটলা