নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় অবৈধভাবে পুকুর খনন করে ইটভাটায় মাটি সরবরাহের সময় মাটিবাহী ১০ টি ট্রাক জব্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে উপজেলার দয়ারামপুর এলাকা থেকে ওই ট্রাকগুলো জব্দ করা হয়। পরে ট্রাকগুলো বাগাতিপাড়া মডেল থানায় সোপর্দ করেন সেনাবাহিনীর সদস্যরা। এসময় ওই এলাকা থেকে ভেকুর দুটি ব্যাটারীও জব্দ করেন সেনা সদ্যরা।
বাগাতিপাড়া মডেল থানার সেকেন্ড অফিসার এসআই দুলাল ইসলাম রোববার (২০ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর সদস্যরা ট্রাক ও ব্যাটারী জব্দ করে থানায় দিয়েছে। অপরদিকে গত ১৭ এপ্রিল রাতে উপজেলায় সেনাবাহিনী অভিযান চালিয়ে বিভিন্নস্থান থেকে ৫টি ভেকু ও ট্রাকের ব্যাটারি জব্দ করেন তারা।
এ ব্যাপারে লালপুর সেনাবাহিনী ক্যাম্প থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষায় উপজেলায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে আমাদের অভিযান ও মামলা চলমান রয়েছে এবং আগামীতেও থাকবে, এছাড়াও বর্তমান এস এস সি পরিক্ষা চলমান,ট্রাক্টর অবৈধভাবে চালানোর কারনে রাতের বেলা শব্দ দূষণ হওয়ার ফলে অনেক ক্ষেত্রেই পরীক্ষার্থী এবং সাধারণ জনগণের কাছ থেকে বিভিন্ন অভিযোগ পাওয়ার পর জনস্বার্থে সেনাবাহিনী কর্তৃক রাতভর এ অভিযান পরিচালনা করা হয়।