📰 দৈনিক আশুলিয়া
📅 প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫ | শনিবার
✍️ নিজস্ব প্রতিবেদক, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জ:
শেখ হাসিনা আর কোনোদিন বাংলাদেশে ফিরে আসতে পারবে না এবং আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতি করার সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, “দেড় থেকে দুই হাজার মানুষকে হত্যা করে যে গণহত্যার নজির স্থাপন করেছেন, সেই দায়ে শেখ হাসিনাসহ তাঁর মন্ত্রী-এমপিদের ফাঁসি হবে।”
রোববার (১৩ জুলাই) বিকালে সিদ্ধিরগঞ্জ থানা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘জুলাই মাসে নারায়ণগঞ্জে এসেছিল লাশের মিছিল’
অধ্যাপক মামুন মাহমুদ বলেন—
“গত বছর জুলাই মাসে কীভাবে মানুষ হত্যা করা হয়েছিল তা আমরা ভুলে যাইনি। এই এলাকাতেও অনেকগুলো লাশ এসেছে। অনেক পরিবার আজও শোকে কাতর। সেই শহীদদের আমরা স্মরণ করছি, কোনো রাজনীতিক খোঁচা দিয়ে লাভ হবে না।”
তিনি সরকারের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আওয়ামী লীগ যে গণহত্যা করেছে, তার জবাব একদিন দিতে হবে। জনগণ কখনো ক্ষমা করবে না।”
‘বিএনপি ক্ষমতায় নেই, দায় নিচ্ছে কেন?’
সরকারের ওপর দোষ চাপানোর প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন মামুন মাহমুদ। তিনি বলেন—
“বিএনপি তো এখনো রাষ্ট্র ক্ষমতায় আসেনি। তাহলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় বিএনপির হবে কেন? এখন যে খুন-খারাবি, চাঁদাবাজি হচ্ছে, তার দায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের নেতৃবৃন্দ
নাসিক ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন ভূইয়ার সভাপতিত্বে এবং সাবেক যুবদল নেতা দুলাল মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—
-
প্রধান বক্তা: নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর
-
বিশেষ অতিথি: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ
-
অন্যরা: সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, যুবদল নেতা মাসুদ রানা ও আক্তারুজ্জামান মৃধা
দোয়া মাহফিলে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
📌 সংক্ষেপে:
-
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুললেন মামুন মাহমুদ
-
শেখ হাসিনার ফাঁসির হুঁশিয়ারি
-
আইন-শৃঙ্খলা পরিস্থিতির দায় বিএনপির নয় বলেও দাবি
-
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দোয়া মাহফিল ও সদস্য নবায়ন কর্মসূচি
📞 যোগাযোগ: dailyaashulia@gmail.com | ☎️ ০১৭১৪৩৪০৪১৭
🌐 অনলাইন সংস্করণ: www.dailyaashulia.com
প্রকাশনায়:
✍️ সাংবাদিক আল আমিন | দৈনিক আশুলিয়া
SEO কীওয়ার্ডস:
নারায়ণগঞ্জ বিএনপি, মামুন মাহমুদ, শেখ হাসিনা ফাঁসি দাবি, জুলাই গণঅভ্যুত্থান স্মরণ, বিএনপির সদস্য নবায়ন, নারায়ণগঞ্জ রাজনৈতিক সভা, বিএনপি দোয়া মাহফিল
প্রয়োজনে এই প্রতিবেদনটিকে আপনার পছন্দ অনুযায়ী প্রিন্ট পত্রিকা বা অনলাইন নিউজ পোর্টালের ফরম্যাটে ডিজাইন করে দিতেও পারি। জানালে সঙ্গে সঙ্গে প্রস্তুত করে দেব।