ঢাকাThursday , 24 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় জমে উঠেছে পৌর বিএনপির কাউন্সিল — উৎসবমুখর পরিবেশ, তুঙ্গে প্রচার-প্রচারণা

বার্তা কক্ষ
July 24, 2025 8:03 am
Link Copied!

দৈনিক আশুলিয়া
🗞 প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫ | বর্ষ: ৫ | সংখ্যা: ১৭৯
🎙 রিপোর্টার: আল-আমিন কাজি, মোংলা প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক, মোংলা:
আসন্ন পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ঘিরে বাগেরহাটের মোংলায় শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ ও গণতান্ত্রিক উৎসবের আমেজ। কাউন্সিলকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো পৌর এলাকা। প্রতিটি ওয়ার্ডে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা

বুধবার বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান পৌর বিএনপির সভাপতি পদপ্রার্থী মো. জুলফিকার আলী।
দলীয় শত শত নেতা-কর্মী নিয়ে ওই এলাকায় সভা করেন তিনি। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমি বিএনপির কঠিন সময়ের কর্মী, পৌরবাসীর উন্নয়ন এবং সংগঠনকে সুসংগঠিত করতেই আবারও দায়িত্ব নিতে চাই।”

জুলফিকার আলী পৌর বিএনপির বর্তমান আহ্বায়ক এবং সাবেক পৌর মেয়র। তিনি এর আগে সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

তীব্র প্রতিদ্বন্দ্বিতা তিনটি পদের জন্য

এবারের কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই তিনটি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে।

  • সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন

  • সাধারণ সম্পাদক পদে ৪ জন

  • সাংগঠনিক সম্পাদক পদে ১০ জন

ভোট গ্রহণ ২৭ জুলাই, ভোটার ৬৩৯ জন

আগামী ২৭ জুলাই শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এই কাউন্সিলে মোট ৬৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নিচ্ছে পৌর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি।

প্রার্থী ও সমর্থকদের উৎসবমুখর অংশগ্রহণ

প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে চালিয়ে যাচ্ছেন গণসংযোগ, পথসভা, ব্যানার-ফেস্টুনসহ নানামুখী প্রচারণা। মোংলার রাজনৈতিক অঙ্গনে এখন একটাই আলোচনা—কে হচ্ছেন আগামী দুই বছরের জন্য পৌর বিএনপির নেতৃত্বে?

স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, “এই নির্বাচন শুধু নেতৃত্ব নির্ধারণ নয়, বিএনপির সাংগঠনিক শক্তি কতটা টিকে আছে—তাও প্রকাশ পাবে এই কাউন্সিলে।”


📌 সংক্ষিপ্ত তথ্য:

  • 🗓 ভোটের তারিখ: ২৭ জুলাই ২০২৫

  • সময়: দুপুর ১টা – বিকেল ৫টা

  • 🗳 মোট ভোটার: ৬৩৯ জন

  • 🪪 প্রার্থী সংখ্যা:

    • সভাপতি পদে: ২

    • সাধারণ সম্পাদক পদে: ৪

    • সাংগঠনিক সম্পাদক পদে: ১০


🖋 আল-আমিন কাজি
দৈনিক আশুলিয়া | মোংলা, বাগেরহাট
✉️ alamin.reporter@dainikashulia.com
📸 ছবি: নিজস্ব প্রতিনিধি / সংগৃহীত