দৈনিক আশুলিয়া
📅 শনিবার, ২৬ জুলাই ২০২৫
📍 প্রচ্ছদ সংবাদ | কুমিল্লা জেলা প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে চিহ্নিত সন্ত্রাসী আল মামুনকে (৪০)। শুক্রবার (২৪ জুলাই) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহত মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মকবুল মেম্বারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী দৈনিক আশুলিয়াকে জানান, “আল মামুন শুক্রবার রাতে তিন নারীসহ কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে একটি পরিবহনে যাত্রা করেন। রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে বাসটি গৌরীপুর বাসস্টেশনে থামলে মামুন পানি কিনতে বাস থেকে নামেন। এ সময় ওঁৎ পেতে থাকা ৩-৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।”
তিনি আরও বলেন, “পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মামুনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।”
পুলিশ আরও জানিয়েছে, নিহত আল মামুনের বিরুদ্ধে দাউদকান্দি, তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ ২৩টি মামলা রয়েছে। তিনি বিভিন্ন সময় এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টায় লিপ্ত ছিলেন।
স্থানীয়দের দাবি, মামুনের বেশ কিছু শত্রু ছিল এবং সাম্প্রতিক সময়ে তার সঙ্গে একাধিক গোষ্ঠীর দ্বন্দ্বও প্রকাশ্যে আসে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্ববিরোধ বা গ্যাং সংক্রান্ত দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত শুরু করেছে পুলিশ।
📢 আরও আপডেট জানতে চোখ রাখুন: [www.dainikashulia.com]
📨 আপনার এলাকার সংবাদ পাঠাতে মেইল করুন: news@dainikashulia.com
📰 সংবাদ বিভাগ | দৈনিক আশুলিয়া
— শেষ —