ঢাকাSunday , 27 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ভাড়াটিয়া ব্যক্তিকে গলা কেটে হত্যা, রক্তমাখা ছুরিসহ যুবক আটক

বার্তা কক্ষ
July 27, 2025 8:37 am
Link Copied!

📰 দৈনিক আশুলিয়া
প্রকাশকাল: রবিবার, ২৭ জুলাই ২০২৫
প্রচ্ছদ সংবাদ

📍 নিজস্ব প্রতিবেদক, মাগুরা:
মাগুরা শহরের ঋষি পাড়া ছায়া বিথী সড়কে ভজন কুমার বিশ্বাস (৬০) নামে এক ভাড়াটিয়া ব্যক্তিকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত ভজন কুমার বিশ্বাস স্থানীয় বাসিন্দা সেলিম রেজার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এসময় সন্দেহভাজন হিসেবে আবির (৩২) নামে এক যুবককে আটক করা হয়। তার ঘর থেকে উদ্ধার করা হয় একটি রক্তমাখা ছুরি।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, “রাত সাড়ে ১০টার কিছু পর আমরা ঘটনাস্থলে পৌঁছে গলাকাটা অবস্থায় মরদেহ উদ্ধার করি। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে আবির নামের এক ব্যক্তিকে সন্দেহ হলে তাকে আটক করা হয়। তার ঘরে তল্লাশি চালিয়ে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।”

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।


📞 সংবাদদাতা যোগাযোগ: magura@dainikashulia.com
📷 ছবি: প্রতিনিধি, মাগুরা ব্যুরো


🔚 আরও খবর পড়ুন: www.dainikashulia.com