📰 দৈনিক আশুলিয়া
🗓️ রবিবার, ২৭ জুলাই ২০২৫
🖊️ নিজস্ব প্রতিনিধি
ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ায় আরিফুল ইসলাম বাবু (৩৫) নামের এক যুবককে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৭ জুলাই) ভোররাতে দয়াগঞ্জ রেললাইনের পাশে ‘কলস ওয়ালা বাড়ি’র নিচে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বাবুর বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বালুরচর গ্রামে। তিনি মীরহাজীরবাগ মোল্লাপাড়ায় ভাড়া বাসায় স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন।
নিহতের স্ত্রী আয়েশা জানান, ভোররাতে স্থানীয় সন্ত্রাসী রবিন, শাহীন, মাসুদ, কাদেরসহ ৫-৬ জন মিলে তার স্বামী বাবুর ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে মাথা, হাত ও পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। হামলার পর হামলাকারীরা বাবুর মোবাইল ফোনও ছিনিয়ে নেয় এবং দ্রুত পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় স্বামীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সকাল ৭টা ৫৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গেন্ডারিয়া থানাকে জানানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পূর্বশত্রুতা বা এলাকায় কোনো পুরনো বিরোধ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। তারা দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
🖋️ নিজস্ব প্রতিনিধি
📍 দৈনিক আশুলিয়া, ঢাকা অফিস