📰 দৈনিক আশুলিয়া
সোমবার, ২৮ জুলাই ২০২৫ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | www.dainikashulia.com
পুকুরপাড়ের জমি থেকে রক্তাক্ত লাশ উদ্ধার, পুলিশের ধারণা—হত্যাকাণ্ড
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের ভবানীপুর এলাকায় কৃষি জমি থেকে তাজুল ইসলাম (৬৫) নামে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তাজুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল আলীর ছেলে।
রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নতুন বাড়ির পুকুরপাড়ের পাশের জমিতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরদিন সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে নামাজ ও খাবার শেষে তাজুল ইসলাম তার বাড়ির পুকুরের ভাঙা পাড় মেরামতের জন্য যান। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ করতে থাকেন। একপর্যায়ে জমির পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম জানান, “নিহতের ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে আমরা এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করছি।”
তিনি আরও জানান, “লাশের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।