ঢাকাMonday , 28 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে

বার্তা কক্ষ
April 28, 2025 8:28 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৭ এপ্রিল

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৭ এপ্রিল) রাত ২টা ৫ মিনিটের দিকে মার্কেটের একটি অংশে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় রাত ৩টা ৫০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সর্বোচ্চ চেষ্টা চালিয়ে দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।”

স্থানীয়রা জানান, গভীর রাতে মার্কেট থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে তাদের দোকানের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় তথ্য জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।