দৈনিক আশুলিয়া
🗓️ মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
📍 www.dainikashulia.com
পিতা-পুত্র আসামি, দুজনই পলাতক
🖊️ মৌলভীবাজার প্রতিনিধি | দৈনিক আশুলিয়া
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ উত্তরসুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।
অভিযানে অমল পাল (৫৮) নামের এক ব্যক্তির বসতঘর থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তিনটি সিনথেটিক বস্তায় মোট ৮৬ বোতল, অর্থাৎ প্রায় ৩৮ লিটার ১৬০ মিলিলিটার বিদেশি মদ ছিল।
পলাতক পিতা-পুত্রকে আসামি করে মামলা
অভিযানের সময় অমল পাল ও তার ছেলে শংকর পাল (২৯) দুজনই পলাতক ছিলেন। এ ঘটনায় দুইজনকেই আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান জানান—
“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন,
“শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন।”
📌 মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এলাকায় মাদকবিক্রেতাদের ধরতে স্থানীয়দের সহযোগিতাও কামনা করা হয়েছে।
📰 দৈনিক আশুলিয়া | সত্যের পথে সাহসের সংবাদ
🌐 www.dainikashulia.com
📞 যোগাযোগ: crime@dainikashulia.com