দৈনিক আশুলিয়া
🗓 মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৫ | টাঙ্গাইল প্রতিনিধি
সৎ মা ও সৎ বোন আটক, এলাকাজুড়ে চাঞ্চল্য
টাঙ্গাইলের মধুপুরে ১২ বছর বয়সী মোহাম্মদ নিরব হোসেন নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শিশুটির সৎ মা ও সৎ বোনকে আটক করেছে পুলিশ। নিহত নিরব হোসেন মধুপুর উপজেলার একটি গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ আব্দুল লতিফের ছোট ছেলে।
পরিবারে দীর্ঘদিনের টানাপোড়েন
পরিবার সূত্রে জানা গেছে, নিরবের জন্মের কিছুদিন পরেই তার জন্মদাতা মা মারা যান। এরপর থেকেই বাবা আব্দুল লতিফ এবং বড় ভাইয়ের তত্ত্বাবধানে সে বড় হতে থাকে। পরে আব্দুল লতিফ দ্বিতীয়বার বিয়ে করেন, যার পর থেকেই পরিবারে নানা জটিলতা দেখা দেয় বলে প্রতিবেশীরা জানান।
মৃত্যুর দিনের বর্ণনা
ঘটনার দিন নিরবের বাবা কাজের জন্য ধনবাড়ীতে ছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে ফোনে জানানো হয়, ঘরে দুর্ঘটনা ঘটেছে। দ্রুত বাড়ি ফিরে তিনি দেখতে পান নিরব ঘরের বিছানায় নিথর দেহে পড়ে আছে। তৎক্ষণাৎ তিনি স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেন।
পুলিশের অবস্থান
খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় সৎ মা মোসা: লিলি বেগম এবং সৎ বোন লাকী আক্তারের কথাবার্তা ও আচরণে অসংলগ্নতা লক্ষ্য করা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির দৈনিক আশুলিয়াকে জানান,
“ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। প্রাথমিকভাবে সৎ মা ও সৎ বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”
এলাকাবাসীর প্রতিক্রিয়া
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। অনেকে এই মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন। তারা সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
পরবর্তী পদক্ষেপ
ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। এদিকে শিশু নিরবের রহস্যজনক মৃত্যু স্থানীয় ও জাতীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে।