📰 দৈনিক আশুলিয়া
📅 বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
🔍 জাতীয় | পরিবেশ | পঞ্চগড়
📍 নিজস্ব প্রতিবেদক | পঞ্চগড়
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে অনুষ্ঠিত সাত দিনব্যাপী বৃক্ষমেলা শেষ হয়েছে বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে ছিল সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী এবং গণমাধ্যমকর্মীদের সরব উপস্থিতি।
🌳 ৩৪টি নার্সারির অংশগ্রহণে প্রাণবন্ত মেলা
বৃক্ষমেলায় জেলা ও আশপাশের এলাকা থেকে আসা ৩৪টি নার্সারি স্টল নিয়ে অংশ নেয়। দর্শনার্থীরা দেশি-বিদেশি নানা প্রজাতির গাছপালা ও পরিবেশবান্ধব চারা সম্পর্কে ধারণা নেন এবং সংগ্রহ করেন।
🏅 সমাপনী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন –
-
জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ, মকবুলার রহমান সরকারি কলেজ
-
ইউসুফ আলী, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার সরকার।
স্বাগত বক্তব্য দেন সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ।
🏆 সেরা স্টলদের সনদ ও ক্রেস্ট প্রদান
বৃক্ষমেলায় অংশ নেওয়া সকল নার্সারিকে সনদপত্র প্রদান করা হয়। পাশাপাশি সেরা তিনটি স্টলকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন নার্সারি প্রতিনিধিরা।
এই মেলার মাধ্যমে সাধারণ মানুষকে পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়েছে বলে আয়োজকরা জানান।
📌 পরিবেশ ও বৃক্ষরোপণসংক্রান্ত সংবাদ পাঠাতে যোগাযোগ করুন:
📧 environment@dainikashulia.com | 📱 ০১৭xxxxxxxx
© দৈনিক আশুলিয়া ২০২৫
সবুজে গড়ি আগামীর বাংলাদেশ।