📰 দৈনিক আশুলিয়া
📅 শুক্রবার, ০১ আগস্ট ২০২৫
🔍 পরিবেশ | অঞ্চল | বরিশাল
প্রতিনিধি, বরিশাল থেকে
সবুজে ঢাকা পরিবেশ ও টেকসই জীবনের প্রত্যাশায় বরিশালে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান। বৃহস্পতিবার (৩১ জুলাই) নগরীর বেলস পার্ক মাঠে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে এ মেলার শুভ উদ্বোধন করা হয়।
বৃক্ষমেলা চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আহসান হাবিব। সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, বরিশালের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন এবং রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার রুনা লায়লা।
এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
বক্তারা বলেন,
“নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। তবে বৃক্ষরোপণ হবে পরিকল্পিতভাবে—অগোছালো নয়। ওষধি ও ফলজ গাছ বাড়ির চারপাশে এবং ছাদবাগানে লাগাতে হবে।”
পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ বৃক্ষমেলায় নানা ধরনের গাছের চারা, পরিবেশবান্ধব তথ্যচিত্র ও সচেতনতামূলক পোস্টার স্থান পেয়েছে।
মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।