নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বর্তমান সরকারের অধীনে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, উচ্চ আদালতে বিচারাধীন কোনো মামলার ওপর আইন মন্ত্রণালয়ের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই।
সোমবার রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অধ্যাপক আসিফ নজরুল বলেন, “কোনো মামলা কার্যতালিকার কত নম্বরে আসবে বা কবে শুনানি হবে, তা নির্ধারণ করে আদালত। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের কোনো ভূমিকা বা করণীয় নেই।”
তিনি আরও জানান, বর্তমান সরকার আইন-আদালতের স্বাধীনতা নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে সরকার কোনো প্রকার আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা ও গণমাধ্যমকর্মীরা।