ঢাকাSaturday , 2 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ: গাইবান্ধার পলাতক আসামি সাইদুল গ্রেফতার ঢাকার ভাটারা থেকে

বার্তা কক্ষ
August 2, 2025 8:49 am
Link Copied!

📰 দৈনিক আশুলিয়া
📅 শনিবার, ২ আগস্ট ২০২৫
🗂️ বিভাগ: জাতীয় | অপরাধ | বিশেষ প্রতিবেদন

🖊️ নিজস্ব প্রতিবেদক, দৈনিক আশুলিয়া

গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের মামলায় প্রধান অভিযুক্ত সাইদুল ইসলাম (৩৭) কে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃত সাইদুল ইসলাম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর (ছাতিনামারী) এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে র‌্যাব-১৩ ও র‌্যাব-১ উত্তরা ক্যাম্পের একটি যৌথ দল ঢাকা মেট্রোপলিটনের ভাটারা থানার একটি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

প্রসঙ্গত, গত ৮ জুলাই সন্ধ্যা ৭টার দিকে সাইদুল ইসলাম উত্তর শ্রীপুর এলাকার এক বসতবাড়ির পাশে ডিপির আড়ালে পাঁচ বছরের এক শিশুকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে ১০ জুলাই শিশুটির মা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার পরপরই আসামি আত্মগোপনে চলে যান। বিষয়টি র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে শুরু হয় ছায়া তদন্ত।

অবশেষে প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক সাইদুলকে গ্রেফতার করা সম্ভব হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত সাইদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।