নবগঠিত বিএনপির কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফোরকা
হেলাল শেখঃ বানরীপাড়া উপজেলা নবগঠিত বিএনপির কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বানারীপাড়া উপজেলার সাধারন সম্পাদক ফোরকান আলী ফোরকান আলী হাওলাদার।
গত ২০ জুলাই রবিবার। বানারীপাড়া উপজেলা বিএনপি’র ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । সন্মেলনে বানারীপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হন শাহ্ আলম মিঞা ও সাধারন সম্পাদক নির্বাচিত হন রিয়াজ আহমেদ মৃধা। তার পরই একটি কুচক্রী মহল এই নব নির্বাচিত কমিটির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে মেতে ওঠে। এরপর গত শুক্রবার অর্থাৎ পহেলা আগষ্ট বানারীপাড়া উপজেলা ও পৌর কমিটির পূর্নাঙ্গরূপ প্রকাশ পেলে আবারও শুরু হয় ষড়যন্ত্র, এরই মধ্যে আজ রবিবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ফোরকান তার ব্যাক্তিগত ফেসবুক একাউন্টে উপজেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটির পঞ্চম পাতা পোষ্ট করে ৮৮ নাম্বার নির্বাহী সদস্যকে লাল রং দিয়ে চিহ্নিত করে একটি পোষ্ট করেন। সেখানে ফোরকান বিএনপি নির্বাহী সদস্য মো. আনোয়ার হোসেন মৃধা যার পিতার নাম মৃত রফিজ উদ্দিন মৃধা, তাকে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত সৈয়দকাঠী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা যার পিতার নাম মেনহাজ উদ্দিন মৃধা, তাকে সন্দেহ করে স্ট্যাটাজ দিয়ে ফোরকান লেখেন (যারা ৮৮ নাম্বার ব্যাক্তি কে নৌকার নমিনেশন দিছে। ও যারা চেয়ারম্যান বানানোর জন্য আওয়ামীলীগের লোকজনার সাথে খারাপ আচারন করছে। সবাই তাদের গুষ্টি একটু বলাইয়া দিয়েন।) এতটুকু লিখে তিনি উস্কানি দেন। মূলত তার লেখাটুকু পর্যালোচনা করলে দেখা যায় নবগঠিত বিএনপির কমিটির বিরুদ্ধে তিনি ষড়যন্ত্রে মেতে উঠেছেন এই আগষ্ট মাসে যেখানে সরকার তাদের ষড়যন্ত্র রুখতে ব্যস্ত রয়েছেন। ফোরকান আরও বোঝাতে চেয়েছেন বিএনপির এই কমিটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রয়েছেন যাতে বিএনপির এই কমিটির উপর প্রভাব পরে। উল্লেখ্য বিগত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার ক্ষমতার সময় ফোরকান এরকম বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে স্ট্যাটাজ দিয়ে পিটুনি খেয়েছেন একবার, এমনকি তার হাত ও ভেঙে দিয়েছিলো।