ঢাকাMonday , 4 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়া থানার (ওসি) আঃ হান্নানের নেতৃত্বে অভিযানে অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসীসহ ৭০জন গ্রেফতার

বার্তা কক্ষ
August 4, 2025 2:01 pm
Link Copied!

হেলাল শেখঃ ঢাকা জেলার আশুলিয়া থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান যোগদানের পর মাইকিং করে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীসহ প্রায় ৭০জনকে গ্রেফতার করেছেন।

আশুলিয়ায় এর মধ্যে চাঁদাবাজ শীর্ষ সন্ত্রাসী মুন্নাকে অস্ত্রসহ গ্রেফতার, আশুলিয়ার জামগড়া এলাকার ওয়াহেদ মোল্লার ছেলে কুখ্যাত মাদক কারবারি ও ৫ আগষ্ট ২০২৪ সালে ছাত্র-জনতা হত্যা মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী শরিফুল ইসলাম মোল্লাকে গ্রেফতার।

ওসি আব্দুল হান্নানের নেতৃত্বে (এসআই) মাসুদ আল মামুন এসআই হারুনসহ সঙ্গীয় ফোর্স বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক সন্ত্রাসীদের গ্রেফতার করেন। এরকম প্রায় ৭০জনকে বিভিন্ন স্থান থেকে থানা পুলিশ কর্তৃক সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয়।

আশুলিয়ায় অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর সফল অভিযানে অপরাধী আটক হলেও বেশিরভাগ অপরাধীরা ভারতসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক থাকায় তারা ধরাছোঁয়ার বাইরেই রয়েছে।

সোমবার (৪ আগষ্ট ২০২৫ইং) জানা গেছে, রবিবার আশুলিয়ার জামগড়ার মাদক কারবারি, ছাত্র জনতা হত্যা মামলার আসামি যুবলীগের শীর্ষ সন্ত্রাসী শরিফুল ইসলাম মোল্লাকে বাইপাইল ত্রিমুখী রাস্তার পুলিশ বক্সের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, রাষ্ট্র অপরাধীদের সাথে কোনো আপোষ করে না। সম্প্রতি গ্রেফতার হওয়া উল্লেখযোগ্য নামগুলো হলো-শ্যুটার বাপ্পি ও তার দুই সহযোগীসহ তিনটি বিদেশী পিস্তল, বিপুল পরিমাণ গুলি ম্যাগজিনসহ গ্রেফতার হয়েছে। আশুলিয়ার জামগড়া এলাকার অস্ত্রধারী সন্ত্রাসী শামীম শেখ ওরফে মুন্না শেখ ও হত্যা মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী শরিফুল ইসলাম মোল্লাসহ আরও বেশকিছু সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

আশুলিয়ার বিভিন্ন এলাকায় পৃথক স্থান থেকে দেহব্যবসায়ী, জুয়ারি, মাদক কারবারি, চোর, ডাকাত, ছিনতাইকারী অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়। ইতিপূর্বে আশুলিয়া থানায় গত ৫ আগষ্ট ২০২৪ইং হতে বিভিন্ন ভাবে দায়িত্বে অবহেলা অনিয়ম দুর্নীতির কারণে ৫জন ওসি ও একজন তদন্ত ওসি বাধ্যতামূলক ভাবে ক্লোজ বা বদলি হয়েছেন। সূত্র জানায়, আশুলিয়া থানার সাবেক ওসিদের থেকে বর্তমান ওসি আব্দুল হান্নান সততা ও সাহসী ভুমিকায় দায়িত্ব পালন করছেন। আগের ওসিদের মধ্যে একাধিক ওসি সাধারণ জনগণের সাথে তেমন কথা বলতে দেখা যায়নি। তবে বর্তমান ওসি আব্দুল হান্নান সাধারণ মানুষের পছন্দের একজন মানবিক মানুষ।
জানা গেছে, ঢাকা জেলার আশুলিয়া থানার ভাইরাল ওসি ডাবলু বিদায়ের পর আশুলিয়া থানায় আসার দেড় মাসের মাথায় (ওসি) সোহরাব আল হোসাইন ক্লোজ হোন। এরপর আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান সাহেব যোগদান করেন। গত ৫ আগষ্ট থেকে ১০ মাসে ৫জন ওসি ক্লোজ বা বদলির ঘটনা সারাদেশে আশুলিয়া থানা আলোচিত। বর্তমান পরিস্থিতিতে আশুলিয়া থানার ওসি’র দায়িত্ব পালন করা অনেক কঠিন তার কারণ, এখানে একটি মহলের সুবিদামতো ওসি কাজ না করলে বিভিন্ন অভিযোগে সেই ওসিকে ক্লোজ বা বদলি করানো হইতো, তবে কিছু (এসআই) বা পুলিশ সদস্য মামলা বাণিজ্যসহ অনিয়ম ও দায়িত্বে অবহেলা করার কারণে ওসি’র জবাবদিহিতা করতে হয়। সেই সাথে ভুয়া বাদির ভুয়া মামলার কারণেও থানা পুলিশের বদনাম হয়। সবকিছু মিলিয়ে আশুলিয়ায় পুলিশ ও সাংবাদিকদের কাজে বাঁধা সৃষ্টি করছে একটি মহল। এবার বেড়িয়ে আসছে থলের বিড়াল।

বাংলাদেশ পুলিশ ও সাংবাদিকদের কাজে বাঁধা সৃষ্টিকারীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান (লিটন), সাবেক সাধারণ সম্পাদক আশুলিয়া প্রেসক্লাব, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) ও আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম. এ হান্নান চৌধুরী এবং বিভিন্ন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিক নেতৃবৃন্দ।