হেলাল শেখঃ রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় অফিসে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট২০২৫ইং) বিকাল ৩টায় রাজধানীর মতিঝিলের শরিফ ম্যানশনের চতুর্থ তলায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে এ মিটিং অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট রফিকুল ইসলাম, ভাইস- চেয়ারম্যান দেওয়ান ওমর ফারুক, ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যক্ষ একরাম উল্লাহ, সহকারী মহাসচিব ডা. হাচান আহমেদ মেহেদী, পরিচালক জাহিদ হোসেন (সজল), পরিচালক তাজরুল ইসলাম, পরিচালক মোঃ মানিক, পরিচালক মোছাঃ তানিয়া আক্তার, পরিচালক মোঃ জাহিদুল ইসলাম ও পরিচালক এম এ মোতালিবসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
এ সময় সংস্থার চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানবাধিকার ও সাংবাদিকতার মান উন্নয়নে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘন ও সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতকরণে সংস্থার সক্রিয় ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত সকল সদস্য একযোগে প্রতিশ্রুতি দেন, মানবাধিকার রক্ষা ও সাংবাদিকতার স্বাধীনতা বজায় রাখতে তারা সবসময় ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবেন বলে নেতৃবৃন্দরা জানান।