ঢাকাSunday , 10 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চকবাজারে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বার্তা কক্ষ
August 10, 2025 9:50 am
Link Copied!

রাজধানীর চকবাজারে বাথরুমের বালতির পানিতে ডুবে আয়ান নামে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে লালবাগ চান্দিঘাট নন্দন কুমার দত্ত রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত আয়ানের বাবা স্বপন মিয়া জানান, রাতে কোনো এক সময় তাদের ছেলে বাথরুমের বালতির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আয়ানকে মৃত ঘোষণা করেন।

স্বপন মিয়া আরও জানান, তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। বর্তমানে তারা উল্লিখিত বাসায় ভাড়া থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শিশু আয়ানের মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনরা গভীর শোক প্রকাশ করেছেন।