ঢাকাWednesday , 30 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

“অপকর্ম করলে পরিণতি আওয়ামী লীগের মতোই হবে: হুঁশিয়ারি মির্জা ফখরুলের”

বার্তা কক্ষ
April 30, 2025 11:31 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৩০ এপ্রিল:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ফ্যাসিবাদী” শেখ হাসিনা আর কখনো বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারবে না। তিনি বলেন, “আমাদের কিছু করতে হবে না, সাধারণ মানুষই তার বিচার করবে। কারণ শেখ হাসিনা এই দেশের জনগণের ওপর যে পরিমাণ অত্যাচার চালিয়েছেন, তা মানুষ কখনো ভুলবে না।”

মঙ্গলবার এক রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “জনগণ এখন পরিবর্তন চায়। তারা গণতন্ত্র চায়, ভোটের অধিকার চায়। কিন্তু বর্তমান সরকার তা দিতে ব্যর্থ হয়েছে।”

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “বিএনপির নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করে। এতে মানুষ আমাদের ভালোবাসবে না। কোনো নেতাকর্মী অপকর্ম করলে জেলা পর্যায়ের নেতাদের তা শক্ত হাতে দমন করতে হবে অথবা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছি। আমাদের নিজেদের ভেতরে কোনো অন্যায় থাকলে জনগণের আস্থা হারাবো। তাই এখনই শুদ্ধি অভিযান চালাতে হবে। অন্যথায় আমাদেরও আওয়ামী লীগের মতো পরিণতি হতে পারে।”

সভায় উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতারা, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।