আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
গাজীপুরের সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বেলা ১১টায় থানা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা তুহিন হত্যার তীব্র নিন্দা জানান এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসির দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক শাহজাহান কবির, মাজহারুল ইসলাম, রুবেল মিয়া, রফিকুল ইসলাম রানা, মনিরুজ্জামান সরকার, বাদল আহমেদ, আল আমিন ভুইয়া ও হাবিবুর রহমান হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন শাহজাহান সিরাজ, সুফর উদ্দিন প্রভাত, মোস্তফা কামাল, হাবিবুর রহমান হবি, কামরুল ইসলাম, জাইদুল হক, আবু সাঈদ, কাজী সিফাত খান ও মবিন ভুইয়া প্রমুখ।
বক্তারা বলেন, একজন সাংবাদিক সত্য তুলে ধরতে গিয়ে যদি প্রাণ হারান, তবে তা গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার জন্য বড় হুমকি। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।