ChatGPT said:
দৈনিক আশুলিয়া
বাগেরহাট প্রতিনিধি:
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালি, যুব সমাবেশ, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়।
দিবসটির প্রথম আয়োজন ও পালন দেশে শুরু হয় ২০০০ সালে। এবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম. ইকতিয়ার উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবের, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু হানিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক শেফালী আক্তার রাখি, যুব সংগঠক আবুল কালাম খান, আত্মকর্মী নাইম ও রাকিবসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
এছাড়া উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য ও প্রকৌশলী মো. মনিরুজ্জামান, আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকার, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস.এম. সাইফুল ইসলাম কবির, অর্থ ও দপ্তর সম্পাদক নাজমুল তালুকদার, সাধারণ সম্পাদক গণেশ পালসহ স্থানীয় সাংবাদিকরা। যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন যুব সংগঠন, আত্মকর্মী, প্রশিক্ষণার্থী ও উদ্যোক্তারা অংশ নেন। অনুষ্ঠানে যুব ও যুব মহিলাদের শপথ বাক্য পাঠ করান মাশরাফি আকিব।
অনুষ্ঠান শেষে মৎস্য চাষে উৎসাহ প্রদানের লক্ষ্যে দুইজন উদ্যোক্তাকে মোট ৩ লাখ টাকার ঋণ সহায়তার চেক বিতরণ করা হয়। এর মধ্যে পুটিখালী ইউনিয়নের গাজীরঘাট এলাকার গাজী মো. রাকিব ও বাটখালী ইউনিয়নের মাহাবুবুল হাসান নাইম প্রত্যেকে ১ লাখ ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেন।
এছাড়া বায়োগ্যাস বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করায় ছোলমবাড়ীয়ার মাসুদ রানা ও রাগিবুল ইসলাম রাজীবকে প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং এপি প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপজেলা রেড ক্রিসেন্ট যুব ইউনিট, বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও সংস্থা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।