ঢাকাWednesday , 13 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক

বার্তা কক্ষ
August 13, 2025 5:35 pm
Link Copied!

 

সাভারের আশুলিয়ায় স্ত্রী আখী তারা (২৫) কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী হৃদয়কে আটক করে পুলিশ সোপর্দ করেছে স্থানীয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বুধবার (১৩ আগষ্ট ) সকালে আশুলিয়ার জামগড়া রূপায়ন বটতলা এলাকায় মোস্তাফিজুর রহমান এর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আটককৃত মোঃ হৃদয় (৩২), শরীয়তপুর জেলার ডামুডা থানার বুড়িরহাট এলাকার বাসিন্দা। নিহত মোছাঃ আখী তারা একই এলাকার বাসিন্দা।

আটক মোঃ হৃদয় আশুলিয়ার জামগড়া রূপায়ন বটতলা এলাকায় মোস্তাফিজুর রহমান এর বাসায় ভাড়া থেকে রাজমিস্ত্রী কাজ করতেন ও তার স্ত্রী সাথী তারা ওয়াইপি আশুলিয়া লিঃ নামক একটিবক্যাপ ফ্যাক্টরীতে কাজ করতেন বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, সকালে হৃদয় আশপাশের ভাড়াটিয়াদের জানায় তার স্ত্রী রাতে মারা গেছে, তাই তিনি তাকে বাড়ি নিয়ে যেতে চান। এ সময় তিনি তার স্ত্রীকে গোসল করাই দিতে বলেন। পরে আশপাশের লোকজন তার স্ত্রীর লাশ গোসল করাতে গেলে তারা লাশের গলায় কালো দাগ দেখতে পান। পরে তারা তাকে গোসল না করিয়ে স্বামীকে আটক করে পুলিশে খবর দেন।

পুলিশ জানায়, স্থানীয় কয়েকজন নিহত সাথী তারাকে গোসল করাতে গেলে তারা সাথী তারার গলাই কালো দাগ দেখে তাদের সন্দেহ এরপর তারা হৃদয়কে আটক করে থানায় খবর দেয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, ঘটনাস্থলে পৌছে নিহতের স্বামীকে আটক করে থানায় আনা হয়েছে। সেই সাথে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।