ঢাকাWednesday , 13 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ছিনতাইকারীর হামলায় আহত এডিসি সুমন রেজা।

বার্তা কক্ষ
August 13, 2025 8:00 pm
Link Copied!

দৈনিক আশুলিয়া

স্টাফ রিপোর্টার:
রাজধানীতে দায়িত্ব পালনকালে ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা) মো. সুমন রেজা। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁও ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রেজা-ই-আলম দস্তগীর এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখে তাকে আটক করতে যান। এসময় ছিনতাইকারী মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে দৌড়ে কারওয়ান বাজারের দিকে পালানোর চেষ্টা করে।

ঠিক সেই মুহূর্তে কারওয়ান বাজার থেকে সোনারগাঁও ক্রসিংয়ের দিকে আসা এডিসি সুমন রেজা গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে আটকের চেষ্টা করেন। কিন্তু ছিনতাইকারী হঠাৎ তার হাতে থাকা ছুরি দিয়ে সুমন রেজার ডান হাতের মধ্যমাংশে আঘাত করে। এতে তার হাতের বেশ কিছু অংশ কেটে যায়। পরবর্তীতে ছিনতাইকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরবাসীর জানমালের নিরাপত্তায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে নির্ভীকভাবে ছিনতাইকারীর মুখোমুখি হয়েছেন এডিসি সুমন রেজা। তার এই সাহসিকতা ও দায়িত্ববোধ পুলিশ বাহিনীর জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

পুলিশ জানায়, পলাতক ছিনতাইকারীকে গ্রেফতারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।