দৈনিক আশুলিয়া
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বসতঘর থেকে আরিফা ইয়াসমিন (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড গ্রামের আবু আলীর বাড়ির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার হয়। ঘটনার পর থেকে স্বামী আল-আমিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিহত আরিফা ইয়াসমিন নেত্রকোনার সদর থানার পাঁচ কাফনীয়া গ্রামের সবুজ মিয়ার মেয়ে। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বড়নল গ্রামের রশিদ মিয়ার ছেলে আল-আমিনের স্ত্রী এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামী আল-আমিন স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছেন।
বাড়ির বাসিন্দাদের বরাতে জানা যায়, ঘটনার দিন সকালে আল-আমিন ফোনে আরিফার এক স্বজনকে জানান যে তিনি অসুস্থ। খবর পেয়ে ওই স্বজন বাড়িতে এসে ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। ভেতরে ঢুকে বিছানায় আরিফার নিথর দেহ পড়ে থাকতে দেখেন তিনি।
প্রতিবেশীরা জানান, মঙ্গলবার রাতে আল-আমিনের বাবা রশিদ মিয়া তার অন্য এক স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে এসেছিলেন এবং সেখানেই রাতযাপন করেন। তবে সকালে ঘরে পাওয়া যায় আরিফার লাশ, আর তার দুই সন্তান ও স্বামীকে খুঁজে পাওয়া যায়নি।
বাড়ির মালিক আবু আলী বলেন, “খবর পেয়ে আরিফার স্বজন প্রথমে এসে লাশ দেখতে পান। পরে পুলিশকে জানানো হয়।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”