দৈনিক আশুলিয়া
আশুলিয়া প্রতিনিধি:
বেতনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে আশুলিয়া। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে আশুলিয়ার নিশ্চিতপুর ইটখোলা এলাকার কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করে রাখে। সকাল সাড়ে ৮টার দিকে শুরু হওয়া এ অবরোধে উভয়পাশে যানজট সৃষ্টি হয়, বন্ধ হয়ে যায় মহাসড়কের যান চলাচল।
শ্রমিকরা জানান, জুলাই মাসের বেতন-ভাতা পরিশোধ না করায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। প্রায় আট হাজার শ্রমিক রাস্তায় নেমে আসে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশের অন্তত ১৫টি গার্মেন্টস কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিল্প পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া।
তিনি বলেন, “শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করেছে। আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করছি।”